১৮২ বার পড়া হয়েছে
জীবনগল্প
জীবন রুদ্র-সঙ্কিত কন্ঠস্বর
আবেগ বর্ষিভূত-পৃথিবী ধরধর ।
হৃদয়ে নদীরুপ জোয়ারের স্রোত হয়ে
ভালবাসার প্লাবণ ঢেউ এ সাগর ছুঁয়ে
মনের প্রান্তরে ভালবাসার ঝড়
বিশ্বাসে ভয়ঙ্কর বিস্ময়কর ।
প্রাণে আলোড়ন উঠুক দুঃসঙ্গ
নিঃসঙ্কোচে ঘুচুক মনের অন্তিম অঙ
অনুভূতির ঐ দৃশ্য চরুক ঠোঁটে বেয়ে
সুকুন্ঠে উচ্চারণ আসুক আনন্দ ময় দেহে ।
দীর্ঘশ্বাস ছাড়ুক বিরহ ক্ষন
ভালবাসার দিশেহারায় দাড় করুক মন
উন্মাদনার অনন্ত গভীরতায়
মায়াধরা বিবর্ণ বেলার ছায়ায় ।
শুধু শুধু শুধু
নীরব ভালবাসায় জড়ানো
শুধুই আমি॥