২১৮ বার পড়া হয়েছে
মাধবী উপাখ্যান ২১
শামসুল বারী উৎপল
কতকাল দেখা নেই আমাদের
ক্যালেন্ডারের পাতা গিলেছে দাপ্তরিক ব্যস্ততা,
অবস্থান পাল্টেছে কালের ধ্রুব তাঁরা,
নাতিশীতোষ্ণ অঞ্চলের বর্ধিত তাপমাত্রা
কবেই হত্যা করেছে প্রকৃতির সবুজ জনারণ্য,
পাল্টে গেছ তুমি।
অথচ, তোমাকে দেখার পর
প্রাচীন কৈশোর থেকে অশ্লীল বার্ধক্যে
একটা দিনও বয়স বাড়েনি আমার,
কী ভীষণ জরাক্রান্ত সময়কে ধারণ করে
নষ্ট কালের অকথ্য দৃষ্টান্ত এই মৃত্তিকায়
শুধু একটা স্বপ্ন জয়ের প্রচেষ্টায়
আজ অব্দি একটুও পাল্টাইনি আমি,
অথচ, কতকাল দেখা নেই আমাদের।