২২২ বার পড়া হয়েছে
শান্তি
(সাইদুল ইসলাম)
শান্তি নগরে শান্তি নাই।
সবাই বলে শান্তি চাই,
একটু শান্তির জন্য এত ছোটাছুটি ভাই।
দে-শ ছেড়ে বিদেশে যা-ই একটু শান্তি চাই,
সারা দিন পরিশ্রম করে অর্থ জামাই।
অর্থ দিয়ে বিবি বাচ্চার জন্য শান্তি কামাই,
একটু শান্তির জন্য এত দেই শ্রম,
তবুও শান্তি চাই দুঃখ যেন ভাই জম।
বাড়ি গাড়ি অট্রালিকা সবই তো ভাই বিলাসিতা,
ওপারে যে যাব রে ভাই দেখেছি কি,
খুলে শান্তির খাতাটি।
যদি ও পারে যায় বিফলে সারাটা জীবন টি,
কি করে পাব ভাই অন্ধকার কবরে আমি শান্তি?