২৫৪ বার পড়া হয়েছে
পারি না হাসিতে
আমি হাসিতে যেয়েও পারি না হাসিতে।
পারি না বাজিতে বাঁশের ও বাঁশিতে।
আমি ঝরঝর করে ঝরিতে শিখিনি,
আমি কুলকুল রবে নদীতে ভাসিনি।
আমি বিদ্যুত চমকে চমকিত হইনি ।
আমি শিলা বর্ষণে ভয়ার্ত হইনি।
আমি আগ্নেয়গিরিতে জ্বলিয়া উঠিনি ।
আমি তুহিন মেরুতে বরফে জমিনি।
আমি নিজের মাঝে বাঁচতে চেয়েছি,
নিজের মতো করে সাজতে চেয়েছি।
দিলে না বাঁচতে, দিলে না সাজতে
বিষ ঢেলে দিলে, বড় আস্তে আস্তে।
—-শরাবান তহুরা, বুয়েট/ঢাকা