১৬৭ বার পড়া হয়েছে
শরতের শিউল ফুল
[ফরিদা বেগম ]
তাং ৩।৯।২০২০
শরত এলে মনে পড়ে শৈশবেরি কথা,
ছোট্ট বেলার স্মৃতিকথা সুখ আনন্দের ব্যাথা।
বাড়ির বগান ছেঁয়ে যেত শিউলি ফুলের ছরা,
সে ফুল দিয়ে চলতো মোদের রঙিন মালা গাঁথা।
শরত এলে মনে পড়ে তারুন্যেরি কথা,
বাড়ির লনে লাগাই আমি একটি ফুলের চারা।
কমলা বোঁটায় সাদা ফুলে মনটা কেড়ে নিত,
পাড়ার সকল বৌ-ঝিরা, ফুল কুড়িয়ে ঠাকুর পূজা দিত।।
শরত এলে এখনো আমি শিউলি ফুল বুঝি,
পথের ধারে কুড়িয়ে পাওয়া শিউলি ফুল খুঁজি।
কুড়িয়ে পাওয়া ফুলের গন্ধে মন যে উদাস হয়,
ফেলে আসা দিনগুলো আর ফিরে পাবার নয়।
শরতের শিউলি ফুলের স্নিগ্ধ শুভ্র রুপ,
ঋতু বৈচিত্রের আবর্তে শিউলি, সৌরভে ভরপুর।
২ Comments
congratulations
Thanks