১৮৭ বার পড়া হয়েছে
মনের কথা
(শফিকুল ইসলাম হাসান)
আমি চিরকাল বেঁচে রবো না ইহকালে।
হয়তো মোর কবিতাখানি বেঁচে রবে সাহিত্যের বৃক্ষ ডালে।
তোমরা চিরতরে ভুলে যাবে এই আমাকে।
তবুও ছন্দের মাঝে মনে রেখো এই ক্ষুদ্র বন্ধু কে।
আমি চিরদিন বেঁচে রবো না তোমাদের মাঝে।
থাকতে চাই ছন্দে ভরা বইয়ের ভাঁজে।
ডুবে গেলে জীবন বেলা উঠেনা সেই রবি।
আজকে আছি সবার মাঝে কাল হয়তো ছবি।
প্রকৃতির মাঝে চলতে ফিরতে লেখায় করেছি কত ভুল।
ক্ষমা করে দিও শেষ বিদায়ের সমাধিতে ফুল।
তোমরা সবাই সুখে থেকো নাহি নিও মনে ব্যাথা।
আপ্লুত মনে যা লিখেছি সবি মনের কথা।।
২ Comments
Congratulations
ধন্যবাদ সুপ্রিয় কবি ও কলামিস্ট জনাব আবুল খায়ের ভাই