২৪৬ বার পড়া হয়েছে
লোভের নেশা ছাড়ো
(প্রহরী মনিরুজ্জামান)
লোভ করলে জ্বলতে হবে
লোভ করো না কারও
লোভ করলে মিথ্যে কথায়
জ্বলবে তুমি আরও।
জ্বলবে তোমার পিতা-মাতা
জ্বলবে তো চৌদ্দ পুরী
হাজার অভাব আসুক ঘরে
করবে নাতো চুরি।
লোভে আছে আরাম-বেরাম
ছেড়ে যায় না আর
লোভের জন্যে এই পৃথিবী
হয় যে ছারখার।
বাঁচতে চাইলে এই দুনিয়ায়
লোভের নেশা ছাড়ো
লোভে আছে পাপের বোঝা
মৃত্যু হয় যে কারও।
১ Comment
congratulations .