৩৭৫ বার পড়া হয়েছে
লক্ষ্মী বাবা
(জাহিদ হোসেন)
বাবা আমার লক্ষ্মী বাবা, বাবা প্রাণের সুর
বাবার হাতের পরশ পেলে সব কষ্ট দূর
বাবা এখন শুধুই স্মৃতি স্বপ্নরাঙা মুখ
বাবার কথা পড়লে মনে পাই যে বুকে সুখ।
কেমনে ভুলি সুখের দিনের গভীর প্রেম আর প্রীতি
বাবা আমার খুবই আপন এখন শুধুই স্মৃতি।


১ Comment
congratulations