১৬০ বার পড়া হয়েছে
রুবাইয়াত -ই- রুনা লায়লা
১.
কদম ফুলের ভাঁজে ভাঁজে পরশ মেখে রাখি
সেই সুখেতে সুর তুলেছে সোনার ময়না পাখি
বৃষ্টি ভেজা কদম পাতায় শুকাই ভেজা চুল
চুলের সুবাস ছড়ায় হাওয়ায় বলে বিহগ ডাকি।
২.
ভাঙা ঘরে চাঁদের হাসি সদা লেগে রয়
একা একা চাঁদ কুমারী কতো কথা কয়।
বধূরূপে সাজবে বলে কতোই স্বপ্ন দেখে
আসবে কবে চাঁদের কুমার ভেবেই আকুল হয়।
৩.
যদি রাখো এই হাতে হাত বলো কী ক্ষতি
তুমি ছাড়া ভাল্লাগে না কী হবে গতি
যদি বলো যেতে পারি দুনিয়া ছাড়ি
প্রিয়ার পানে অপলকে একটু তাকাও যদি।
৪.
সবুজ ঘাসে আঁচল পেতে বসে আছি একা
মনের রথে পথের দিকে কখন হবে দেখা
ঘন মেঘে হয় যদি হোক এক পশলা বৃষ্টি
অথৈ জলে ডুববো না হয় এসো এসো সখা!
৫.
মসলার ঝাঁঝালো গন্ধেও কবিতা কথা কয়
অনলেরই তাপে দগ্ধ হতে হতে খাঁটি হয়
রুটি পোড়ে ভস্ম মনটা পুড়ে ছাই অবিরত
তবু পিছু ছাড়ে না চুপিচুপি সে আসে কাছে রয়।
২ Comments
দারুণ উপস্থাপন ।
চমৎকার লিখেছেন কবি