২১৪ বার পড়া হয়েছে
মানুষ
রুনা লায়লা
সবাই যদি মানুষ হতো
মানুষেরই মতো
ধরা হতে দুঃখগুলো
উধাও হয়ে যেতো।।
কেমন করে কাঁদাও বলো
সোনার মানুষেরে
পাখির মতো উড়াও যেনো
রঙের ফানুসেরে।
পাশে যদি থাকো মানুষ
দুঃখ কী আর পেতো।।
পেটের জ্বালা মুখে তালা
মানুষ কী তা জানে
মানুষে নাই ধর্ম বিভেদ
সবাই কী তা মানে!
যে মানুষের হুঁশ আছে
মানুষ বলো সে তো।।
মাথার উপর আকাশ যখন
মেঘে যায় রে ছেয়ে
কাঁধে কাঁধে কাঁধ মিলালে
সবই যাবে পেয়ে।
তারাই সবে মানুষ ছিলো
এক থালাতে খেতো।।
১ Comment
রুনা লায়লা আপুর কবিতা সবসময় মুগ্ধ করে । ?