২৩০ বার পড়া হয়েছে
রাক্ষসী বন্যা
(মৃত্যুঞ্জয় দাশ শেখর)
১৯-০৬-২০২২ ইংরেজি
বলো একবার আর কত প্রাণ কেড়ে নিলে
হবে তুমি ক্ষান্ত রাক্ষসী বন্যা,
পশুপাখি মানুষ বুঝি তব অরাতি
বৃষ্টির জন্য পাওনা দেখিতে মোদের কান্না।
কখনও ঘনান্ধকারে কখনও দিনযৌবনে
ভক্ষণ করো সাধের ঘরবাড়ি জমি,
আকুতি মিনতিতে তব মন মজে না
কি এমন শান্তি পাও বলো তুমি?
গগণ পানে থাকিয়ে -ভাগ্যবিধাতার বলে
সহ্য করতে পারিনা রাক্ষসীর এই যাতনা,
অবলা প্রাণীর মরাকান্নার আর্তনাদ
তুমি বুঝি শুনেও শুনতে পাওনা।
১ Comment
congratulations