১৬২ বার পড়া হয়েছে
রহস্যের গণ্ডিতে তুমি
{রিতুনুর}
স্বপ্নের মাঝে হঠাৎ একদিন
ভেসে উঠলো
তোমার অস্পষ্ট ছায়া।
তোমার জন্য এখন ও
আমার লাগে গো মায়া।
হেঁটে যাচ্ছো তুমি ছায়া পথে,
নীহারিকারা তোমার সাথে।
মনে পড়ে গেলো,
হাতে হাত ধরে
আমরা দু’জন হাটতাম মধু পূর্ণিমা রাতে।
তোমার মনে নেই
অথচ আমি যেমন ছিলাম
আজও আছি সেই।
নিজ হাতে ভালোবেসে একদিন
তুমি দিতে খোঁপায় গোলাপ তুলে।
পৃথিবী ছেড়ে যাওয়ার পরে
তুমি সব গেছো ভুলে!!
ঘুমের মাঝেই হাটতে লাগলাম,
আমি তোমার পথটি ধরে,
কিচির মিচির পাখির ডাকে
ভেঙে গেল ঘুম ভোরে।
জেগে দেখি তখনো আবছা আলো,
চাঁদ তাঁরারা আকাশে
করছে জ্বলজ্বল…..
হৃদয়ে উঠলো সমুদ্রের ঢেউ চোখ বেয়ে জল।