অণুপদ্য
১.
তোমার হৃদজমিনে ফুটেছে রঙবেরঙের ফুল
বাতাস-রোদ সরোদ আকুল
আমি পর্যটক পাখি, উড়ে এলাম বাগানে তোমার l
২.
একটাই আকাশ আমাদের দিকে চেয়ে আছে
আমাদের ব্যবধান দূরত্বের
ভেতরে দাহ- তোমার অরণ্যের আগুনে l
৩.
এ উতলা মৌসুম, বৃষ্টি-রোদের অখিল
আমার ভালোলাগা, মন্দের দিন-রাত
অন্তরের চোখে দেখেছিল হেলেন কেলার l
৪.
অগ্নিদগ্ধ কেউ, কারও আনন্দ মহাসুখ
জীবনের উল্লেখ, দহন,মৃত্যু
‘ভালোবাসা’ শব্দটির নেই ভ্রুক্ষেপ l
৫.
তুমি চেয়েছিলে আপনার করে
সে প্রেম ছিল প্রবঞ্চনা
ফুল হাতে সে কেন ফিরে ফিরে আসে?
৬.
কবিরা ‘প্রয়াত’ হয় না, লোকচক্ষু আড়াল তাদের
আমি ধারণ করেছি প্রাচীন শুক্র-বীজ
আমি গর্ভবতী, শব্দেরা আমার সন্তান l
৭.
কাঁদে নারী, কাঁদে শিশু আত্ম চীৎকারে
হারিয়েছে সভ্রম, রক্তাক্ত মৃত্যু
আকাশ লিখেছে হাহাকারনামা l
৮.
ভোগ, লালসা, উপাধি, পদবী
যে যার মত লুফে নিয়ে করে উল্লাস
এ পৃথিবী উন্মাদআশ্রম l
৯.
তুমি ছুঁয়ে দিতেই পরাগের রুপান্তর
ঠোঁটে ঠোঁটে বৃষ্টির সঙ্গম
ফুটেছে সম্পূর্ণ ফুল বোধিনিরালায় l
১০.
কবিতার প্রহর গুণে জানালায় এসেছে ভোর
একাকী কেটে গেছে বিনিদ্র রাত্রি
হাওয়ায় ভাসছে অসুখের গন্ধ গতিবেগ l
১১.
মুছে যায়নি জীবাণু-ক্ষত, ব্যাধি
বহন করে চলেছি মৃত্যু, শোক রে
পাষণ্ড আবারও কেন খেলো যুদ্ধ, প্রাণবধ, রক্তক্ষয়ী উৎসব?
১২.
বারুদ আগুনে পুড়ছে ইউক্রেন
পুড়ছে বিবেক, ভস্ম মানবিকতার দাবানলে
হত্যাযজ্ঞলীলা মানুষের অপর নাম।
২৩৭ বার পড়া হয়েছে