১৯১ বার পড়া হয়েছে
যেন পিছু কে ডাকে
[সুরমা খন্দকার]
তীব্র হাওয়া এগিয়ে আসতেই
আমিই বা কেন বুঝিনি,
এতো তাণ্ডব!
আমিও সোৎসাহে ঝাঁপিয়ে পড়ি
হলুদ পাতার মতো।
ভিতরের নিস্তব্ধ জলাশয়টা
তখন ও নিশ্চুপ ছিল।
জলাশয় অবয়বে নড়েচড়ে উঠে
বিবর্ন দুঃখ পুষে রাখা,
ঊষর পিপাসা অতীত।
অনাহুত প্রশ্নরা জবাব পায় না,
নিরাশ্রয়ের বর্তমান আর ঘর খুজেনা।
খরার প্রদাহে ছারখার হয় নিমগ্ন বাউল।
তবু মনে দ্বিধা জেগে থাকে,
নৈশব্দের প্রাচীর ভেঙে
যেন পিছু কে ডাকে!
২ Comments
অসাধারণ।
congratulations