২২৫ বার পড়া হয়েছে
যুবতী চাঁদ
[মাহমুদুল হাসান নিজামী]
যুবতী চাঁদ রূপের দ্যুতি ছড়ায়
চৌদ্দ তারিখ রাতে
জ্যোছনার চাদরে বাসর সাজায়
সে যেন আকাশের সাথে
নিসর্গ উৎসবে প্রকৃতি হাসে
প্রনয় অনুপ্রাসে
নির্জনতায় নিস্তব্ধ রজনী
নিরব ইশারায় ডাকে স্বজনী
আলোর জোয়ারে ভাসছে চাঁদ
ইচ্ছের অবাধ্যতায় ভাঙ্গে সকল বাধ
স্বর্গের অপ্সরা ছুঁয়ে দেয় কোমল হাত
সুন্দর সোহাগে হেসেছিল সমগ্র রাত ।