২০১ বার পড়া হয়েছে
নরসুন্দর লেডি প্রক্টর
ছন্দ: স্বরবৃত্ত (৪+৪+৪+২)
মোহাম্মদ শাহানুর ইসলাম
বাল কেটেছে লেডি প্রক্টর
ছাল তুলেছে দামড়া
সাতে-পাঁচে চৌদ্দ যে হয়
এ কি দেখছি আমরা!
জ্ঞানে-জ্ঞানে গর্ভবতী
জনে-জনে বিলায়
ষণ্ডা-পান্ডা দিয়ে আবার
শিক্ষার্থীকে কিলায়!
হাসিমাখা মুখ নিয়ে সে
টকশোখানা সাজায়
টিভির পর্দায় নাটক করে
দেদারছে ঢাক বাজায়।
খুঁটির জোরে তুড়ি ছোড়ে
বালকামানো জাতি
যদি পারিস কিছু করিস
নিভে দিলাম বাতি।
মিছিল-মিটিং লাভ হবে না
আমার বারো পোয়া
সাধ্য কি আর আছে তোদের
আমার বালটি ছোঁয়া!
০২.১০.২১ খ্রি.
নোট: বাল=(হিন্দি) চুল।