২৪২ বার পড়া হয়েছে
মোবাইল চুরি
(বি এম মোহসীন)
২৪.০৪.২০২২
তিন সদস্যের সংসারে মোর
তিনখান থাকার ঘর
আয়েশ করে বসত করি
চার তলার উপর।
চার তলাতে মোবাইল চুরি
বিশ্বাস কি আর হয়
চুরি যাওয়া সত্য বটে
মিথ্যা মোটে নয়।
বিশ রোজা ভোর চারটা
সেহেরিতে উঠলাম
দুসেট মোবাইল চার্জে দিয়ে
ডাইনিং এ ছুটলাম।
আট মিনিটে সেহেরী খেয়ে
এসে দেখি ভাই
চার্জার সহ মোবাইল দুটো
যায়গা মত নাই।
কে নিয়েছে কোথায় গেছে
হম্বিতম্বি করি
গিন্নি পুত্রের সোজা জ্ববাব
দেখিনাইতো সরি।
একটু পরে খেয়াল করি
পাশের পর্দা তোলা
পিছনে তার বন্ধ থাকা
জানালাটা খোলা।
বুঝতে পারি কি ঘটেছে
হম্বিতম্বি মিছে
বাহির থেকে চোর বাবাজি
সেট দুখানা নিছে।
১ Comment
congratulation