২২৮ বার পড়া হয়েছে
মেঘ, বৃষ্টির খেলা
[ফরিদা বেগম]
১১/৮/২০২০।
মেঘের উপর মেঘ করেছে
চলছে মেঘের খেলা,
মেঘের খেলা দেখছি আমি সকাল সন্ধ্যাবেলা।
কোথা থেকে মেঘ আসে
আর কোথায় চলে যায়,
মেঘ রানী তোর খেলা দেখে সময় কেটে যায়।
দেখতে দেখতে হঠাৎ যেন,
ঝিরিঝিরিয়ে বৃষ্টি এলো লনে
আকাশ জুড়ে রোদের ছোঁয়া ঝিলিক দিলো বনে।
বনের আকাশ মনের আকাশ
সব আকাশেই আলো পড়লো এসে,
ভরলো ভূবন, ভূবন ডাঙ্গায়,
সুখ আনন্দের খুশীর জোয়ার বইছে অবশেষে।।
৩ Comments
congratulations
মেঘে মেঘে গেল বেলা। ও বৃষ্টি তুমি সব ক্লান্তি দূর করো। এসো বৃষ্টিতে ভিজি।
বৈশাখ গেল জৈষ্ঠ গেল ,এল আষাঢ় মাস। বৃষ্টি তোর সৃষ্টি দেখে হচ্ছে হতবাক।