৩৭০ বার পড়া হয়েছে
মিথ্যা
(মোঃ মাইদুল ইসলাম)
আজকের ফাগুন থাকবে কি চিরদিন
ভেবেছি কি বন্ধু আমি তুমি কোনদিন?
আসলে ভোর উঠবে রবি
আপন ধ্যানে দেখেছি কি নিজের প্রতিচ্ছবি?
শুধু কর্ম শুধু উপার্জন
সব কি আমার প্রয়োজন?
ভাবি না কখনো করি সব আনমনে
নিখিল ধরায় কী উদ্দেশ্যে আমার তোমার আগমন?
চমৎকার বাড়িঘর মনোরম সাজগোজ
সকাল বিকাল করছি কত ভুরিভোজ,
এই আনন্দের কতটুকু আছে সীমানা
পাগল মন খুঁজেছে কি আপন ঠিকানা?
একটা দম বাকি আয়োজন বৃথা
আমার আমি যে তখন হয় মিথ্যা।
২ Comments
অসাধারণ।
অনেক অনেক শুভেচ্ছা জানাই কবি। অনেক সুন্দর কবিতা।