২৩২ বার পড়া হয়েছে
অদৃশ্য ছায়া
মিজানুর রহমান
আমি নষ্ট,
নষ্টতাই যেন ভরপুর পুরো মগজ।
আমি ক্ষুদার্ত,
লজ্জা যেন আমার কাছে বড্ড লজ্জিত।
আমি হিংস্র,
নিরাপত্তা আমার কাছে আতংকিত।
আমি রুক্ষ,
স্নেহত্ব যেন জিম্মি আমার কাছে।
আমি মিথ্যা,
সত্যটা আমার কাছে পদদলীত।
আমি লোভী,
সুন্দর বিনষ্ট করাই যেন আমার কাম্য।
আমি আঁধার,
আলোর বুকে ঝাঁপিয়ে পরলেই যেন তৃপ্তিত।
আমি অবিশ্বাস,
বিশ্বাসের টুটি চেপে ধরাই আমার বিলাসিতা।
তবে আমি ভিন্নতার স্বাদ নিতে চাই
থাকতে চাইনা এমন অভিশপ্ত ধারায়।
শুদ্ধতার স্লানে পবিত্র হতে চাই।
আছো এমন শুদ্ধময় আত্মা
যার পরশে হয়ে যাবো
খাটি পরশ পাথর।