সাহিত্য স্পন্দনের প্রথম প্রতিষ্ঠাবার্ষকী:
গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় গুলশান ২-এর নর্থ ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেলো মাসিক সাহিত্য স্পন্দনের প্রতিষ্ঠাবার্ষকী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শুদ্ধতার কবি, একুশে পদকপ্রাপ্ত, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত ও বাংলা কবিতার জীবন্ত কিংবদন্তি অসীম সাহা, প্রধান আলোচক ছিলেন কবি প্রাকৃতজ শামীম রুমি টিটন, বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ডঃ সৈয়দ রনো এবং বিশিষ্ট কথাশিল্পী নুর কামরুন নাহার।

সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি জনাব শহীদুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রেড টাইমস-এর সাংবাদিক সৌমিত্র দেব এবং বিটিভির জনপ্রিয় উপস্থাপক শিরীন শিলা। উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কবি ও কলামিস্ট আবুল খায়ের (সম্পাদক: কালের প্রতিবিম্ব), গুলশান ও বনানীর বিশিষ্ট শিল্পপতিগণ এবং আমন্ত্রিত প্রথিতযশা কবি-সাহিত্যিকগণ ছাড়াও সাহিত্য স্পন্দন পরিবারের প্রায় সকল সদস্য।
অনুষ্ঠানে কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও ড. অনীক মাহমুদ কে সাহিত্য পদক প্রদান করা হয়।
উল্লেখ্যঃ দিনটি ছিল ড. হাসিনা ইসলাম সীমার জন্মদিন। তাই অনুষ্ঠানটিতে ছিল একটু বাড়তি আমেজ।
সবাইকে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।
১ Comment
Congratulations