১৮৩ বার পড়া হয়েছে
মায়ের ভাষা
আবুল খায়ের
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ
বাংলায় আমি দেখি স্বপ্ন
বাংলায় গাই গান।
বাংলার আকাশ বাংলার বাতাস
বাংলায় করি কাজ
বাংলা সবার চাওয়া পাওয়া
বাংলা মাথার তাজ।
বাংলা এত মধুর ভাষা
বাংলা এত সুর
বাংলাকে তাই সাথে নিয়ে
যেতে চাই বহুদূর।
জীবন দিয়ে রাখলো যাঁরা
বাংলা ভাষার মান
তাঁদের জন্য গর্ব করি
তাঁরা চির অম্লান।
———————-
ঠিকানা:
আবুল খায়ের
গ্রাম-মোহাম্মদপুর
থানা-সেনবাগ
জেলা-নোয়াখালী
মোবাইল-০১৭১৫৩৬৩০৭৯