২৬৩ বার পড়া হয়েছে
মান অভিমান
(গুলশান আরা ইসলাম)
বার বার ফিরে আসি কি এক মায়ায়
তোমার সে রেখে যাওয়া স্মৃতির ছায়ায়,
হেরে যাই বার বার বিবেকের কাছে
সাত পাঁচ ভাবি আমি সামনে ও পিছে,
হৃদয়ে লালিত যত সংশয় ক্রোধ
সেথা এসে থামে সব বিতর্ক বিরোধ,
বারে বারে খুঁজে ফিরি এর সমাধান
এ বিরোধ থেকে যদি পাই পরিত্রাণ!
শত বার শত ভেবে পাই না তার কুল
হিসাবের শেষে দেখি সব মিছে আর ভুল,
কেটে যাক সুখে তোমার প্রতিটি প্রহর
যুগ,কাল, মাস, দিন, হাজার বছর,
বেঁচে থাক তব তোমার মান-সম্মান
বিবেকের প্রতি তুমি হয়ো যত্নবান,
হোক তোমার প্রতি ক্ষণ স্বর্গ সমান
চাইব না কভু কিছু আর প্রতিদান।
গুলশান আরা ইসলাম
১১/০৬/২০২২ ইং
২ Comments
সুন্দর বললে অনেক কথাএসে যায়।
বিশ্বাস ও কবিতার প্রতি অনুরাগ নিয়ে বলছি
খুব সুন্দর কবিতা।
স্মৃতিবদ্ধ করার মতো কবিতা। ,
congratulations