২৩৮ বার পড়া হয়েছে
মা
(সাবেকুন নাহার মুক্তা)
মায়ের মধুর স্নেহের ছায়া
হেথা হোথা খুঁজি ভাই,
মা হারিয়ে জগৎ ফাঁকা
মায়ের আদর কোথাও নাই।
মায়ের স্নেহ আদর ভরা
শাসন গুলো কোথা পাই,
মাগো তুমি ফিরে এসো
মনে মনে জপে যাই ।
মায়ের কোলে রাখলে মাথা
সুখে ভরে থাকতো মন,
চোখের জলে ভাসে স্মৃতি
পাবো না আর সেই যে ক্ষণ।
জন্ম নিয়ে মায়ের কোলে
দেখে ছিলাম প্রিয় মুখ,
সুধা ভরা সেই না বদন
খুঁজে খুঁজে কাঁদে বুক।
ধরার মাঝে নিকষ আঁধার
জেঁকে বসে রাতের ফাঁদ,
আমার মনে আলোর ধারা
মাগো তুমি পূর্ণ চাঁদ।
১ Comment
বাহঃ চমৎকার ছড়া টি।তাও আবার মা কে নিয়ে। সুন্দর প্রকাশ । মমতাময়ী মা কে ছড়াটি পড়তে নিজের মা জননীর কথা মনে পড়ে গেল।