৬২৩ বার পড়া হয়েছে
কবিদের কবি! মহাকাব্যের রচয়িতা, সংগীতজ্ঞ ও জ্ঞানতাপস, কবি প্রাকৃতজ শামীম রুমি টিটন।
শুভ জন্মদিন:
যাঁর আছে অসীম মানব প্রেম, জ্ঞান-বিজ্ঞান, কলা, গান, সংগীত শাস্র সহ সাহিত্যের সকল শাখায় যাঁর পদচারণা । যিনি আমাকে স্নেহের মমতায় ভালোবাসেন। তিনি গুরু, তিনি শিক্ষক, সাহিত্যের পৃষ্ঠপোষক। তিনি কবিদের কবি।
তিনি প্রাকৃতজ শামীম রুমি টিটন (Prakritoj Shamimrumi Titon)।
আজ তাঁর শুভ জন্মদিন। আপনার জন্মদিনে অনেক অনেক সালাম, দোআ ও ভালোবাসা নিরন্তর।
আল্লাহ তাঁকে নেক হায়াৎ দারাজ করুন, আমিন।
৪ Comments
দীর্ঘ্য জীবন পেয়ে অতি সাবধানে সুস্থ্যতা সহ সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য অপরিসীম শুভকামনা করছি! মহাপ্রভূ আল্লাহ তা’আলা আমাদের সবার সহায় হোন…
congratulations
বরেণ্য কবির জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও অশেষ শুভকামনা।
প্রিয় কবির শুভ জন্মদিন
সুস্থ ও থাকুন প্রতিদিন।