২৬৬ বার পড়া হয়েছে
মন্দ প্রেমিকা
[আরেফা রাববী মিলি]
ইচ্ছে হলে চলেই যাবি,
জানি তা জানি,
তবু মিথ্যে করে না হয়-
হাত বাড়িয়ে দিস।
তোর কাছে যে ইচ্ছে-
গুলো আছে জমা,
আর একটি বার-
ছুঁয়ে দেখতে দিস।
একটু না হয় শান্ত জলে-
ভিজিয়ে দিবি তুই?
অবাধ্য সেই মৌন-
জলের ঘুর্নি বাটে।
ভালোবাসে যেমনি-
করে রোজ বিকেলে,
প্রেমিক ছেলে সেই-
আঙুল ছুঁয়ে হাঁটে।
চোর-পুলিশ খেলা-
খেলতে পারিস তুই,
জানি বলবি তখন-
এটাই আমার দোষ।
লাটাই সুতো টান-
পরলে হঠাৎ করেই-
পারবি কি বলতে?
আগের মতই বলিস!
“তুইও কিন্তু মন্দ
প্রেমিকা নোস”।
১ Comment
congratulations