১৪৯ বার পড়া হয়েছে
মনে রেখো
[আসমা খানম শিউলী]
যদি এমনি করেই মৌন হয়ে যাই
যদি আর না থাকে উচ্ছ্বাস
আলোড়ন না তোলে তোমার প্রেম
তবে দুঃখ পেয়ো না যেন।
যদি হলুদ প্রজাপতিটা উড়ে আসে কোনো ক্ষণে
যদি শিশির জমে ঘাসফুলের ডগায়
যদি গন্ধরাজ তখনও সুবাস ছড়ায়
মনে রেখো ভালোবেসেছিলাম তোমায়।
যদি এমনি করেই মৌন হয়ে যাই
যদি আর না থাকে উচ্ছ্বাস
কাছে না টানে সোনালু
যে সোনালুর জন্য দিনরাত্রি হতে চেয়েছিলাম
তবে দুঃখ পেয়ো না যেন।
যদি আবার কৃষ্ণচূড়া ফোটে
তাকে বোলো,
তার জন্য সকাল হতে চেয়েছিলাম
আর ভালোবেসেছিলাম তোমাকে।
আসমা খানম শিউলী
১৬|০৪|২০২২
২ Comments
congratulations
খুব সুন্দর কবিতাটা