২০৯ বার পড়া হয়েছে
মনের বাড়ি।(গান-৪)
[খায়রুল ইসলাম মামুন।]
হতো যদি তোমার দু’চোখ ছোট্ট দু’টি নদী
আমার মনের পানসি দিয়ে দিতাম সে জল পাড়ি,
দিতাম সে জল পাড়ি।
দু’টি চোখে দু’টি সাগর, অথৈ জলের খেলা
ভাবতে গেলে ভয় পেয়ে যাই,
ফুরায় যদি বেলা।
তবু আমি দেব পাড়ি
জিবন দেয় দিক আড়ি।
হতো যদি তোমার দু’চোখ ছোট্ট দু’টি নদী
আমার মনের পানসি দিয়ে দিতাম সে জল পাড়ি,
দিতাম সে জল পাড়ি।
অনেক খুঁজে পেলাম আমি
এই জীবনের মানে,
গল্প কথায়, রঙিন পাতায়, স্বপ্ন ভরা গানে।
তোমার গহন মনের মাঝে-
আমার মনের বাড়ি।
হতো যদি তোমার দু’চোখ ছোট্ট দু’টি নদী
আমার মনের পানসি দিয়ে দিতাম সে জল পাড়ি,
দিতাম সে জল পাড়ি।