১৯৭ বার পড়া হয়েছে
কবি নজরুল কে নিবেদিত ছড়া
মননে ও মর্মে
(জগলুল হায়দার)
নজরুল ছিল সংগ্রামে আর
নজরুল ছিল যুদ্ধে
নজরুল ছিল কলোনির রুল
তুলতে শিকড় সুদ্ধে।
নজরুল ছিল সাম্যে এবং
নজরুল ছিল ধর্মে
নজরুল আছে মননে এবং
নজরুল রবে মর্মে।
নজরুল ছিল ভারতে আবার
পাকিস্তান ও বঙ্গে
নজরুল ছিল আমাদের সাথে
আমরাও তার সঙ্গে।
ছবিঃ ফাইল।