১৮৭ বার পড়া হয়েছে
মদিনার পথে
[ম. আ. কুদ্দুস পদ্মা]
তাং ১২/০২/২২ইং
তোমার দয়ার কাঙাল আমি অসিলা নবী (দঃ)
মদিনার পথে সেই তালাশে মন টা যায়-রে উড়ি।।
তোমার দয়ার ভীকারী দয়াল তোমার দয়ার ভিকারী
রহমতের মালিক তুমি মুশকিল কুশারি মুশকিল কুশারি।।
তোমার দয়া ছাড়া কী বা পুজি আমার বন্দেগী
দয়া কর রহম কর ক্ষমা কর (ওহে)মালিক এলাহী।।
বসে কান্দি ধ্যানে জ্ঞানে দিবা নিশি পাক নাপাকে
তরাও মওলা ঘোর নিদানে তব গুনের দয়াতে।
তুমি বিনে শুন্য সবি নাই কেহ আমার আমি
তুমি ময় সৃষ্টি মাঝে আর তো কিছু না দেখি।