১৯৮ বার পড়া হয়েছে
মজার ছড়া
[ঝুমঝুম ব্যানার্জী]
তোমার বদনাম কেউ করে!
আমার নাম আছে যে -তাই….
কারোর মনে আগুন জ্বলে
আমার দেখার সময়ে নাই….
কেউ চাইছে খেতে ঘুষ
আমি নিজের টাকায় খাই….
তুমি বাদ হয়ে যাও যদি?
আমি তেল মারি না ভাই….
তোমায় আঘাত যদি করে?
আমি আনন্দে গান গাই….
তোমায় একলা করে দিলে?
আমি বন্ধু পাশে পাই….
কেউ বললে কটু কথা?
তাদের মুখে দেবো ছাই….
তোমার মাথায় যদি চড়ে ?
আমি দেবোনা যে লাই….
তোমায় দাবিয়ে দিতে চায়
আমি এগিয়ে যেতে চাই ….
তোমায় ঠেললে বেঁকা পথে?
আমি সোজা পথেই যাই ….
কেউ জিতছে ভেবেও হারে
আমি ভীষণ মজা পাই….
অগ্নিশিখা ঝুমঝুম…..