২৪৪ বার পড়া হয়েছে
ভালোবাসার রঙ
[রেজাউদ্দিন স্টালিন]
চোখে চোখ পড়তেই
লজ্জায় আরক্ত তোমার গাল
হাত ধরতেই ভীরুতায়
দৃষ্টির দিগন্ত সিঁদুর
সূর্যোদয় লাল
সূর্যাস্তও
চুল্লির গনগনে জিহ্বা
পর্বতের লাভা
বিরহের বহ্নি
সব লালের সহগামী
আর রণাঙ্গনে
যোদ্ধার অভিবাদন লাল
এবং বিপ্লবীর রক্ত
লাল কি ভালোবাসার সংকেত
বুঝে উঠার আগেই
আমি অন্ধ হয়ে যাই।