১৬৯ বার পড়া হয়েছে
ভালবাসা অন্য কিছু
(রোজমিন সুলতানা)
ভালবাসা যেন লাল খামে ভরা শুধু চিঠি না হয়,
মন ভরানো এস এম এস না হয়,
মনের মাঝে দাপিয়ে বেড়ানো
বৈশাখী ঝড়ো বাতাস না হয়।
ভালবাসা হোক এক মধুর অনুভব
চারপাশে যেন পাখীদের কলরব ,
জ্যোৎস্নার আলোয় ভরা মন
অনুভবে ডুবে থাকা সারাক্ষণ।
ভালবাসা বুঝে নেয় চোখের ভাষা,
জীবনটা একসাথে কাটানোর আশা,
হাতে হাত দিয়ে বহুদূর পথ চলা,
সুখ-দুখের সব কথা কানে কানে বলা।
না এখানেই শেষ না,
ভালবাসা আরও কিছু অন্য রকম
যা তোমারও মানে থাক গোপনে… আমারাও।