২১৬ বার পড়া হয়েছে
ভাঙ্গনের শব্দ
[ফারজানা লুবনা]
ভাঙ্গনের শব্দ শুনছি চারিদিকে।
নদীর পাড় ভাঙ্গার শব্দে,
জল রাশি উছলে পড়ছে।
ফুঁসছে সাগর ।
ভাঙ্গছে পাহাড় ।
ভাঙ্গছে চুড়ি।
উড়ছে ধুলো।
চারিদিকে শুধু ভাঙ্গন আর ভাঙ্গন।
মন ভাঙ্গছে যখন তখন
যেখানে সেখানে অকারন অবহেলায়।
সুনামীর আগে যেমন ,
শান্ত সাগর হঠাৎ করে
ফুঁসে ওঠে!
চুড়ি যেমন হাতের সৌন্দর্য বৃদ্ধি করে ,
নারী কে প্রকৃত বাঙ্গালী করে তোলে,
সেই চুড়ি ভাঙ্গলেও ঝন ঝন
শব্দ তুলে ভাঙ্গে নিস্তব্ধতা।
হৃদয় ভাঙ্গার পূর্বেও ,
তেমনি নিস্তব্ধতা ভর করে!
শান্ত মন হয়ে ওঠে অশান্ত !
তারপর এক ঝাপটায়
ঝড়ের গতিতে উড়িয়ে নিয়ে যায় মনটা কে।
যখন শান্ত হয় তখন থাকে
শুধু হাহাকার আর শূন্যতা।
ভাঙ্গছে পাহাড় ,উড়ছে ধুলো,
ভাঙ্গছে চুড়ি ,মনের বাঁধন !
চারিদিকে শুধু ভাঙ্গান আর ভাঙ্গন।
এরি মাঝে দুটি মন গড়ছে তাজমহল!
আবার নতুন করে ভাঙ্গবে বলে!
মন ভাঙ্গছে যখন তখন
যেখানে সেখানে অকারন অবহেলায়।।
১ Comment
মনগ্রাহী।