বেদনার চাষ
মোহাম্মদ শাহানুর ইসলাম
ফসল ফলাবো ভেবে লাঙলের ফলা হাতে শুরু করেছিলাম
অকর্ষিত ভূমির কর্ষণ
দুই হাতে তিলে-তিলে বপণ করেছিলাম ফসলের বীজ
বাহুর বলে চর্মের ঘামে আর হৃদয়ের দামে গড়ে তুলেছিলাম
এক সুবিশাল সবুজাভ পৃথিবী
পত্রপল্লবে ছড়িয়ে দিয়েছিলাম প্রেমের সিক্ত ধারা
অতি যত্নে লালিত স্বপ্নকে রূপ দিতে
বিনিদ্র প্রহরীর ভূমিকায় ছিলাম অবিচল
দিনের পর দিন রাতের পর রাত এভাবেই চলছিলো
হৃদয়ের শব্দহীন কোমল সাধন
…একসময় স্বর্ণাভ ফসলের ভারে—
সুবাসিত মৌ মৌ গন্ধে ভরপুর চারপাশ
নিজের হাতে ফলানো ফসল একান্ত অধিকারে চাইতেই
বিপত্তির দৌরাত্ম
না! না! না! নিষেধাজ্ঞায় অসংযত অবরোধ
দীর্ঘ থেকে দীর্ঘতর শ্বাস নিয়ে নীলাভ আকাশে তাকিয়ে ভাবি:
ফসলের শৈল্পিক চাষ করতে করতে
নিজের অজান্তেই বেদনার চাষ করেছি এক জীবন…

