২১৯ বার পড়া হয়েছে
বৃষ্টি ভাবনা
(শারমীন ইয়াসমিন)
সজনে পাতায় বৃষ্টি পরে –
মনে জাগে শিহরণ
চলতি পথে তোমার সাথে
ভিজতে বড় ইচ্ছে করে।
গগণ জুড়ে বাদলা এলো বুঝি?
মন বুঝি আজ উঠল নেচে
আনন্দেরই স্রোতে।
বৃষ্টি ফোঁটা পড়ল বুঝি
মনের ঐ আঙিনাতে
স্বপ্নগুলো মেললো ডানা
ভালোবাসার রঙে।
গগন বুঝি সাজলো আজি
আঁধার কালো রঙে
মন যে আমার, বলছে কথা-
মেঘ হয়ে যাই ভেসে
নীল আকাশের বুকে।
পাখি হয়ে যাই উড়ে
ঐ দিগন্তেরই শেষে।
বৃষ্টি যেন জাগিয়ে দিল
সুপ্ত কত কথা
জাগিয়ে দিল প্রাণের সাথে
প্রাণের কত কথা।
মন যে আমার ভাবছে-
রঙ-বেঙের অনুভবে
ইচ্ছে হয়ে মেলছে ডানা
স্বপ্নগুলো সব।
১ Comment
অনেক সুন্দর হয়েছে ম্যাম