১৮৪ বার পড়া হয়েছে
বৃষ্টির ছড়া
(নাজিরা পারভিন)
বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে
টিনের ঘরের চালে
বৃষ্টি নামে বনবাদাড়ে
বিল নদী আর খালে।
বৃষ্টি মাথায় জোড়ায় জোড়ায়
ভাসছে কোলা ব্যাঙ
জুটি বেধে মনের সুখে
ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙ।
বৃষ্টি জলে গাছের ডালে
ফুটছে কদমফুল
বৃষ্টি জলে বান ডেকেছে
ভরা নদীরকূল।
দিনে রাতে ঝুম বৃষ্টি
আনছে ডেকে বান
বানের জলে যাচ্ছে ডুবে
ক্ষেতের পাকাধান।
দস্যি ছেলে কাদাজলে
উঠছে খেলায় মেতে
তুলতে ধান ছুটছে চাষি
পাকা ধানের ক্ষেতে।
বৃষ্টি জলে যাবে যখন
শাপলা ফোটা বিলে
দেখবে মজার ঘর বেঁধেছে
শাপলা শালুক মিলে।
বৃষ্টি পড়ে টাপুরটুপুর
সকাল দুপুর রাতে
বর্ষা এলেই আমার এ দেশ
নতুন রূপে মাতে।।
২ Comments
Congratulations
খুব সুন্দর লাগলো