১৮৮ বার পড়া হয়েছে
বিষয়টা খুব লক্ষনীয়
(সাবিনা সিদ্দিকী শিবা)
বিষয়টা খুব গুরুত্বপূর্ণ লক্ষনীয়,
সত্যি হলে তোমরা আমার পক্ষ নিও।
দেশটা না-কি চলছে এখন ধুঁকে ধুঁকে।
মরছে মানুষ হিসেব ছাড়া রোগে-শোকে?
এমনি করে লেখাপড়ার হচ্ছে ক্ষতি,
আমরা তো আর বুঝতেছিনা মতিগতি।
কি হবে আর ছেলে মেয়ের লক্ষ্যটা স্থির,
ভেবে ভেবেই মনটা এখন ভীষণ অস্থির।
লেখা পড়া ছাড়া কিভাবে কাটবে জীবন?
তবুও সবাই ভয়ে আছি রোগের মরণ।
থাকে থাকুক সন্তানরা আজ শিক্ষা ছাড়া,
তবুও থাকুক দুধে- ভাতে কি আর করা।
আসুন সবাই শপথ করি সামলে চলার,
সাহস রাখি বুকের মাঝে সত্যি বলার।
কথা গুলো আসলেই খুব শিক্ষণীয়,
সত্যি বললে তোমরা আমার পক্ষ নিও,,,