২১৪ বার পড়া হয়েছে
বিশুদ্ধ ভোরে।
[সুরমা খন্দকার]
তুমি টিপ পরেছো বলে অশ্রাব্য কথায়
লাগাম দেয়া কঠিন।
অশুদ্ধ আবেগ যখন শব্দের পাল্লায়
নিরর্থক, বিলীন।
লক্ষ কথায় কাঁচের চুড়ির মতন ঝনঝন শব্দে ভাঙলো তার ব্যক্তিত্ব।
রক্তাভ চাহনির চেয়ে প্রখর কোনো কটাক্ষ নেই।
হয়তো সেও বুঝে গেছে রুগ্ন মানসিকতায় শুষে নেয় মানবিকতা।
আফসোস হয়!
মৌল চাহিদায়, নিঃশেষ হয় প্রাণ।
তীব্রতর ক্ষুধায় শ্যাওলা জমে বর্ণিল মনে।
তুচ্ছ হয়ে যায় পৃথিবীর সব মায়া জীবন যুদ্ধে!
কেবল অপেক্ষা করছি, কাঙালের মতো অপেক্ষা করছি-
পৃথিবী হাসবে বিশুদ্ধ ভোরে,
দয়া করে এটুকু ভুল না –
তুমি মানুষ, আমি মানুষ
পৃথিবীর ইথারে ওথারে।
১ Comment
congratulations