২৮২ বার পড়া হয়েছে
বিচ্ছেদ
(কামরুন্নাহার বর্ষা)
অগাধ বিশ্বাসগুলো দৃঢ় হোক প্রকট রূপ নিয়ে
সংসার দুঃসহ কেটে উঠুক বিচ্ছেদের রেশ মুছে
ভালোবাসারা ভালো থাকুক ভালো থাকুক প্রিয়জন।
উচ্ছেদ হোক পৃথিবীর বুক চিরে বিচ্ছেদ
অনন্তকাল জুড়ে বিস্তার হোক সুখের প্রবনতা
নিশির অশ্রু মুছে যাক নির্ঘুম রাত কাটিয়ে উঠুক
ভালো থাকুক পৃথিবীর সংসার সমবায়।