বাস্তবতা
রোজিনা খাতুন
রাস্তা চলছি একা, কাঁধে একটা ঝোলা।
যেতে যেতে ঝোলা থেকে বের হল সময়,
আমাকে বলল বয়স কত কতদিন ধরে হাঁটছো এ পথ।
আমি উত্তর খুঁজে না পেয়ে হাঁটতেই লাগলাম।
তারপর ঝোলা থেকে একটা আয়না বের করলাম।
তার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম।
জিজ্ঞাসা করলাম- কে আমি, কোথা থেকে, কিভাবে, কেন?
এসেছি প্রশ্নের উত্তর না পেয়ে আবারো চলতে লাগলাম
আয়না বলল- দাঁড়াও তোমার উদ্দেশ্য শেষ হলেই চলে যাবে।
আবার চলতে লাগলাম আমার সাথে আমার ছায়াটি হাঁটতে লাগলো
পিছন ফিরে তাকাতেই পৃথিবীর সমস্ত মায়া
হাত বাড়িয়ে আমাকে ডাকছে যেওনা।
ফিরে এসো,
মায়ার জালে আটকে গেলাম
মমতা আমাকে ভালোবাসা দিয়ে পৃথিবীতে রেখে গেল।
আস্তে আস্তে ঘর-বাড়ি তৈরি করলাম
কিন্তু তাতে মন বসে না, সাথী চাই।
সাথী হল তো এবার কচি দুটি হাত আর মায়াভরা মুখ
আমাকে ডাকতেই থাকে।
যখন পেলাম তাকে আদর যত্ন আর নিজের সবটুকু
দিয়ে বড় করলাম, এবার আমার সময় শেষ
ওই আবার একা রাস্তা হাঁটতে শুরু করলাম।
যেতে যেতে নতুন পুরাতন অনেক কিছু দেখলাম।
আর যেতে ইচ্ছে হলো না।
কিন্তু আয়না বলে দিয়েছে উদ্দেশ্য শেষ হলেই যেতে হবে।
সময়ের কাছে, আর ফিরতে পারবে না।