২১০ বার পড়া হয়েছে
বাবা মানে
[খন্দকার সানজিদা আলম (কথা)]
বাবা মানে মাথার উপর
বিশাল এক ছায়া।।
বাবা মানে হৃদ মাঝারে
অন্য রকম মায়া।।
বাবার কাছে সারাজীবন ই
থাকবো আমি ঋণী।।
বাবার মনটা কেউ চিনে নি
আমি ই শুধু চিনি।।
বাবার বুকে মাথা রাখলে
. পাইযে বড় সুখ।।
বাবার মুখ টা দেখলে আমার
শীতল হয় যে বুক।।
বাবা মানে একটু শাসন
অনেক ভালোবাসা।।
সন্তানের কাছে বাবা হলো
অন্য রকম আশা।।
১ Comment
congratulations