৩৬৪ বার পড়া হয়েছে
বাবা
শারমিন আখতার মনি
তারা হয়ে জলজল করে জ্বলছো
আকাশের দিকে তাকিয়ে খুঁজি
যদি আবার ফিরে আসো এই ধরাধামে
তোমার জন্য অনন্ত ভালোবাসার চিঠি
প্রজাপতির ডানায় লিখে দিলাম
গ্রহণ করো, তোমার পবিত্র হাতে।
আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে বৃক্ষ-ফুল
বাবা হারিয়ে নিঃস্ব আমি, হারিয়ে ফেলেছি কুল।
মায়ের আঁচল বিছায়ে বসে আছি
শূন্যতার হাহাকার নিয়ে বেঁচে আছি
দূর থেকে আমাকে আশির্বাদ করো বাবা।


১ Comment
congratulations