৩০৯ বার পড়া হয়েছে
বাঙালির অর্জন
মেহেদী সালাউদ্দীন
(২৭/১২/২২)
যুদ্ধের ন’টা মাস
বীভৎস সে গল্প
অনেক ছড়া কবিতায়
উঠে এলো অল্প।
স্বাধীনতা স্বাধীনতা
আহা! কত সুখ সুখ!
এক পতাকার মাঝে
লুকানো যে কত মুখ!
স্বাধীনতা বাঙালির
অনেক বড় অর্জন,
অন্যায়ে থেমে থাকা নয়
ছাড়তে হবে গর্জন।
স্বাধীনতার সুফল পেতে
অন্যায় করো বর্জন।
২ Comments
অনেক অনেক শ্রদ্ধা প্রিয় কবি ও লেখক আবুল খায়ের স্যার।
আন্তরিক কৃতজ্ঞতা জানাই স্যার।