৩৮৩ বার পড়া হয়েছে
হেমন্তের ছড়া-কবিতা পাঠ ও আলোচনা:
গতকাল ২৭ নভেম্বর ২০২১, ১২ অগ্রহায়ণ ১৪২৮ রাজধানীর শাহবাগে অবস্থিত পাঠক সমাবেশ কেন্দ্রে বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম আয়োজিত ‘হেমন্তের ছড়া-কবিতা পাঠ ও আলোচনা’ অনুষ্ঠিত হয়।

দেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক ও কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে শনিবার বিকেলে পাঠক সমাবেশ কেন্দ্র এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। লেখক-কবিরা হেমন্ত ঋতু নিয়ে বাঙালি জীবনে এই ঋতুর গুরুত্ব তুলে ধরে বিশ্লেষণমূলক বক্তব্য দেন এবং ছড়া-কবিতা ও গদ্য পাঠ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী, শাহেদ ইকবাল, প্রণব মজুমদার, মোজাম্মেল হক নিয়োগী, জামাল রেজা, শাহাদাত হোসেন নিপু, জিন্নাহ চৌধুরী, শারমিন সুলতানা রীনা, শামীমা চৌধুরী, নুরুন্নাহার ডলি, অমিত কুমার কুণ্ডু, রথীন্দ্রনাথ সরকার, তাহমিনা শিল্পী, জুলিয়েট সুস্মিতা বাড়ৈ, আমিনুল ইসলাম মামুন, রানা খান, মেহেরিন নাফিসা, শেলি সেলিনাসহ আরও অনেকে।.




১ Comment
very good job; congratulations.