২৭৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ রাইটার্স ক্লাব আয়োজিত আন্তর্জাতিক লেখক দিবসের সমাপনী অনুষ্ঠান
আরও একটি দীর্ঘ কবিতা ভ্রমণ শেষ করে এখন ঢাকায় বিশ্রাম নিচ্ছি পরবর্তী ভ্রমণের জন্য; আশা করি আগামীকাল রাতে বাড়ি ফিরবো।
০৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রাইটার্স ক্লাব আয়োজিত আন্তর্জাতিক লেখক দিবসের সমাপনী অনুষ্ঠান। কবি-গবেষক শ্যামসুন্দর সিকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন কবি কামাল চৌধুরী ও বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক প্রফেসর হারুন অর রশীদ। অনুষ্ঠানে ২০১৯ ও ২০২০-এর জন্য সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। আমাকে সৃজনশীল সাহিত্যে অবদানের জন্য পুরস্কার দেয়া হয় এ অনুষ্ঠানে। অন্যান্য যাঁরা পুরস্কার পান, তাঁরা হলেন— কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ; কথা সাহিত্যে ইসহাক খান, ঝর্না রহমান ও মজিদ মাহমুদ; গবেষণায় তপন বাগচি; শিশু সাহিত্যে রফিকুর রশীদ; অনুবাদকর্মে আমিনুর রহমান প্রমুখ।


৬ জানুয়ারি রাতেই পূর্বপশ্চিম সাহিত্য উৎসব ২০২২-এ যোগ দিতে যাত্রা করি যশোরের উদ্দেশে। ৭ ও ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় দু’দিনের মহাযজ্ঞ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুই শতাধিক কবি সাহিত্যিক পূর্বপশ্চিম আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন। দু’দিনের উৎসব উদ্বোধন করেন কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক। ১৮টি অধিবেশনের প্রথমদিন বিকেল সাড়ে চারটায় কথাশিল্পী সেলিনা হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধুর সাহিত্য ভাবনা’ বিষয়ক আলোচনায় অংশ নেন জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, কথাশিল্পী ও কবি ঝর্না রহমান, আমি, কবি আসাদ মান্নান ও কবি মজিদ মাহমুদ। দ্বিতীয়দিন বেলা সাড়ে বারোটায় ‘সাহিত্য সংগঠন ও লিটল ম্যাগাজিনের সংকট’ আমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়; যেখানে আলোচনায় অংশ নেন— তপন বাগচী, রাজা শহিদুল আসলাম, ইসলাম রফিক, খালেদ-উদ-দীন, সিরাজ-ই-কবীর এবং সালাহউদ্দিন আহমেদ মিলটন।


অন্য ষোলটি অধিবেশনে আমি ছিলাম নিষ্ঠ শ্রোতা। উৎসব উপলক্ষ্যে ‘পূর্বপশ্চিম’-এর ঢাউস সংকলন। রাতে ভাঙে মিলনমেলা, রাতেই আমরা ঢাকার উদ্দেশে যাত্রা করি এবং ভোরে পৌঁছে যাই নিরাপদে। উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—কথাশিল্পী হোসেন উদ্দীন হোসেন, শ্যামসুন্দর শিকদার, রেজাউদ্দীন স্ট্যালিন, গাজী লতিফ, মনি হায়দার, আহমাদ মোস্তফা কামাল, কবি খসরু পারভেজ, জাকির তালুকদার, ইকবাল রাশেদীন, আমিনুল ইসলাম, তাহমিনা কোরাইশী, নাহার ফরিদ খান, রোকেয়া ইসলাম, নূর কামরুন্নাহার, আশরাফ জুয়েল, মনঞ্জুর রহমান, তসলিমা রুবী, সানোয়ার রাসেল, শিমুল সালাহউদ্দিন, সেঁজুতি বড়ুয়া, গোলাম মোর্শেদ চন্দন, তৃষা চামেলী, ফারক সুমন, শামসুদ্দিন হীরা, তাহমিনা শিল্পী, হাফিজ রহমান, শিবলী মুক্তাদির, মিলা মাহফুজা, শাহনাজ পারভিন, শামীম হোসেন, শ ম শামসুল আলম প্রমুখ। সবার জন্য শুভ কামনা।