২০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ
[জগলুল হায়দার]
ডাকে বাংলাদেশ
আঁকে বাংলাদেশ
ফাঁকে বাংলাদেশ
রাখে বাংলাদেশ
হাঁকে বাংলাদেশ
থাকে বাংলাদেশ
অন্তরে।
শ্বাসে বাংলাদেশ
বাসে বাংলাদেশ
ঘাসে বাংলাদেশ
হাসে বাংলাদেশ
আসে বাংলাদেশ
ভাসে বাংলাদেশ
মন্তরে।
নীদে বাংলাদেশ
হৃদে বাংলাদেশ
জিদে বাংলাদেশ
খিদে বাংলাদেশ
ঈদে বাংলাদেশ
অন্তরে।
মাঘে বাংলাদেশ
বাঘে বাংলাদেশ
রাগে বাংলাদেশ
লাগে বাংলাদেশ
জাগে বাংলাদেশ
মন্তরে।
২ Comments
বাহঃ চমৎকার।
congratulations