১৪৫ বার পড়া হয়েছে
বসন্ত বিলাস
কামরুন নেসা লাভলী
দিগন্তে মেলে দেই মন
মেঘেরা উঁকি দেয় জ্যোস্নার মায়াজালে
শরতের চিহ্ন একে দেয় ঝরা
শিউলি সুবাসে
উড়ে যায় বলাকা নীলাকাশে।
নীলোৎপল ফুঁটে ওঠে জল রাশিতে
মাতাল করা মৃদু গন্ধ,
জাগিয়ে তোলে মন অজান্তে,
ঠোঁটে ঠোঁটে কথা হয় শীতাকাশ ফুলে
আলাপন কিছুটা সংগোপন
দূর থেকে ভেসে আসে মোহনীয় বাঁশীর সুর
আর বেহালার ঠুং ঠাং ছন্দ মধুর সৌন্দর্যে –
ধরে রাখে মন।
শঙ্খচীল সোনা মাখা রোদে
জানা অজানায় খুঁজে নীড়
দূর দিগন্তে জলকেলী অশান্ত
বেগে ছুটছে আনন্দ অবগাহনে,
ওহ! বসন্ত কাছে এসো না
ভিজে যায় মন।
সু-লোচনে শিশিরের মায়া কান্না
জড়ায় আবেগ
বাবু-ই শেখায় ভালোবাসা
পরস্পর ভেজাও মন বসন্ত বিলাসে ।