২৫৪ বার পড়া হয়েছে
বসন্তের ছোঁয়া
[তসলিমা হাসান]
বসন্তের ছোঁয়া সবার
মনে লেগেছে দোলা,
আজি কোকিল ডাকে
কুহু কুহু আনন্দে হারায়।
বসন্তের ছোঁয়া সবার
মনে বাজছে তালে তালে,
বাঙালি আনন্দে খুশি
নাচে তালে তালে।
বসন্তের ফুল ফুটে
সবার মনে দোলায় দোলে,
বাঙ্গালী আনন্দে উৎসবে
ফুলে ফুলে ভরে উঠে লেগেছে গায়ে।
বসন্ত আসে আবার
বসন্ত চলে যায়,
সবার মাঝে ভালোবাসার
ভরে থাকুক এই প্রত্যাশায়।
তসলিমা হাসান
কানাডা, ১৪-০১-২০২২