২২ বার পড়া হয়েছে
গুরুত্বহীন গল্প
রেজাউদ্দিন স্টালিন
উজাড় হওয়া দিনের সাথে
গুরুত্বহীন গল্প,
ভোরের কিছু রং ছিলো আর
সন্ধ্যা ছিলো অল্প।
একটা জীবন অর্ধেক তার
দু:খে পোড়া আয়না,
বাকীটা দিন স্বপ্ন সফল
করার নানা বায়না।
ভেঙে পড়ার ভয়ে সাঁকো
চমকে ওঠে নিত্য,
অন্তিমে কে সঙ্গ দেবে
করবে কে শেষকৃত্য।
কেউ থাকে না দু:সময়ে
দেখলে ক্ষুধার রাজ্য,
স্বজন এবং সবার কাছে
লোকটা পরিতাজ্য।
সুতার ময়ূর কদিন বাঁচে
বাঘ কাগজে আঁকলে,
খুব বিপদে কেউ আসে না
তারস্বরে ডাকলে।
বন্ধুও নেই আপন যারা
সুসময়ের মিত্র,
রং ও তুলি ফুরিয়ে যাবে
আঁকলে জীবনচিত্র।